Nabanna Chalo Agitation| BJP: বিজেপির \'নবান্ন চলো\' অভিযানকে ঘিরে রণক্ষেত্র হেস্টিংস

2020-10-08 1

বিজেপির (BJP) নবান্ন চলো অভিযান (Nabanna Chalo) ঘিরে হেস্টিংস মোড়ে (Hastings) ধুন্ধুমার। বিজেপি মিছিল এগোতেই বাধা পুলিশের। জোর করতেই মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস। শুরু হয় ইটবৃষ্টি। হেস্টিংসে কয়েকজন বিজেপি কর্মী আহত হন। হেস্টিংস মোড়ে বসে পড়েন কৈলাস বিজয়বর্গীয়, লকেট চট্টোপাধ্যায় সহ বিজেপির নেতানেত্রীরা। অন্যদিকে হাওড়া ময়দানে এক বিজেপি কর্মীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে দাবি পুলিশের।

#NabannaChaloAgitation
#BJPAttack
#LatestLYBangla